প্রধান শিক্ষিকার বার্তা

    • শিক্ষাই জাতির মেরুদন্ড। আর এই শিক্ষাই একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে পারে। শুধু শিক্ষা হলেই হবে না। শিক্ষাটি হতে হবে সুশিক্ষা আর এই সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১০ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে গড়ে উঠে "লিটল স্টার মডেল কে.জি এন্ড হাই স্কুল"। এই প্রতিষ্ঠানটি এক যুগ ধরে হাটি হাটি পা পা করে প্রাথমিক থেকে মাধ্যমে পদার্পণ করেছে। আমি এই প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে জড়িত। আমি দেখেছি কিভাবে ছোট ছোট তারা গুলি বড় হয়ে দেশ ও জাতিকে উন্নতির চরম শিখরে পৌছানোর জন্য দিনরাত পরিশ্রম করে পড়াশুনা করছে। তারা প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি সৃজনশীল বিকাশের মাধ্যমে সৎ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।

      এই সৃজনশীল শিক্ষার মাধ্যমে হাতে হাত ধরে 'আলোর পথকে' আরো এগিয়ে নিয়ে যাবে। তাই কবির ভাষায় বলতে হয়," আয় তবে সহচরী হাতে হাতে ধরিধরি।"

      পরিশেষে আলোর পথের যাত্রা শুভ হউক।

       

      কবিতা রাণী বর্মণ

      প্রধান শিক্ষিকা

      লিটল স্টার মডেল কে.জি এন্ড হাই স্কুল